www.islamisomaj.com islamisomaj, islami somaj, ইসলামী সমাজ, ইসলামী সমাজ অফিসিয়াল ওয়েব সাইট, আমীর ইসলামী সমাজ, দাওয়াতী সংঘঠন, ইসলাম, islamisomaj.com
Home » নিয়মিত পোষ্ট » জুলুমতন্ত্রের অধীনে বন্দি বিশ্বের মানব সমাজ” আমীর, ইসলামী সমাজ।

জুলুমতন্ত্রের অধীনে বন্দি বিশ্বের মানব সমাজ” আমীর, ইসলামী সমাজ।

islamisomaj, islami somaj, ইসলামী সমাজ, ইসলামী সমাজ অফিসিয়াল ওয়েব সাইট, আমীর ইসলামী সমাজ, দাওয়াতী সংঘঠন, ইসলাম, islamisomaj.com

জুলুমতন্ত্রের অধীনে বন্দি বিশ্বের মানব সমাজ” আমীর, ইসলামী সমাজ।

“ইসলামী সমাজ” এর আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, গণতন্ত্রসহ মানব রচিত সকল ব্যবস্থা’ই মূলতঃ জুলুমতন্ত্র।

জুলুমতন্ত্র মেনে নেওয়ার মাধ্যমে বিশ্বের মানুষ আল্লাহ্ রাব্বুল আলামীনের সাথে কুফর এবং শির্কে লিপ্ত আছে। যার কারণে

বিশ্বব্যাপী আল্লাহ্ রাব্বুল আলামীনের আযাব-গজবের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

বর্তমানে বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারী জোট এবং সরকার বিরোধী জোট যে ভয়াবহ

সংঘাত ও সংঘর্ষের মুখোমুখি অবস্থান করছে, এটা মূলতঃ আল্লাহ্ রাব্বুল আলামীনের আযাব-গজবেরই অংশ।

বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষ বিভিন্ন নামে প্রতিষ্ঠিত জুলুমতন্ত্রের অধিনে বন্দি হয়ে ধ্বংসের মুখোমুখী অবস্থান করছে।

দীর্ঘকাল যাবৎ যারাই রাষ্ট্রীয় শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে তারা সকলেই আল্লাহ্ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলামের পরিবর্তে মানব

রচিত ব্যবস্থা তথা জুলুমতন্ত্রের ভিত্তিতে রাষ্ট্র গঠন এবং পরিচালনা করেছেন।

তারা সকলেই রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে প্রশাসনকে নিজেদের মত করে কাজে লাগিয়ে লুট-পাট করে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন।

বিভিন্ন সময়ে ক্ষমতাসীনরা সাধারন জনগণকে শোষন করে তাদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রেখেছেন এবং

মুষ্টিমেয় লোকদের ভোগ-বিলাস করার সুযোগ দিয়ে মানবাধিকারের জায়গায় মারাত্মক বৈষম্য সৃষ্টি করেছেন।

শাসনের নামে তারা সাধারণ মানুষকে শোষন করেছেন।

২৭ সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৩ ঘটিকায় কেন্দ্রীয় নেতা জনাব সোলায়মান কবীরের সঞ্চালনায় জাতীয় প্রেসক্লাবের জহুর

হোসেন চৌধুরী হলে ইসলামী সমাজের উদ্যোগে-

“জুলুমতন্ত্রের অধীনে বন্দি হয়ে বিশ্বের মানুষ ধ্বংসের মুখোমুখী, মুক্তি কোন পথে?” শীর্ষক অনুষ্ঠিত আলোচনা সভায়

তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি এসব জুলুমতন্ত্র মেনে নিয়ে বিশ্বের মানুষ

একদিকে দুনিয়ায় আযাব-গজবের শিকার হচ্ছে অপর দিকে এসকল ব্যবস্থা মেনে মৃত্যুবরণ করে আখিরাতে চিরস্থায়ী

জাহান্নামের আসামী হচ্ছে। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় প্রতিষ্ঠিত মানব রচিত ব্যবস্থা ত্যাগ করে জীবনের

সকল ক্ষেত্রে আল্লাহ্ প্রদত্ত একমাত্র জীবন ব্যবস্থা ‘ইসলাম’ গ্রহণ করাই জুলুমতন্ত্র থেকে মুক্তির একমাত্র উপায়। ‘ইসলামী

সমাজ’ জুলুমতন্ত্রের অধিন থেকে বের হয়ে জীবনের সকল ক্ষেত্রে ইসলাম গ্রহণ করেই আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর

প্রদর্শিত পদ্ধতিতে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জুলুমতন্ত্রের মূলোৎপাটন করে সকল ধর্মের লোকদের জন্য যার যার ধর্ম পালনের

সুযোগ রেখে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দল-মত নির্বিশেষে সকলকে তিনি জুলুমতন্ত্র

থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে ইসলামী সমাজে শামিল হয়ে ইসলাম প্রতিষ্ঠায় ঈমানী, নৈতিক ও মানবিক দায়িত্ব পালনের আহবান জানান। সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে

আগামী অক্টোবর ২০২৩ ইং মাসব্যাপী ইসলামী সমাজ গৃহীত তিন দফা শান্তিপূর্ণ কর্মসূচী ঘোষণা করেন সংঘঠনের কেন্দ্রীয় নেতা জনাব সোলায়মান কবীর। কর্মসূচি সমূহ হচ্ছে- ০১) ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় মসজিদ ভিত্তিক

১২টি সংক্ষিপ্ত পথসভা ও বুকলেট বিতরণ ০২) কুমিল্লা মহানগর এবং উক্ত জেলার বিভিন্ন থানা শহর ও থানার গুরুত্বপূর্ণ এলাকা সমূহে গণসংযোগ ও পথসভা এবং ০৩) দেশবাসীর উদ্দেশ্যে ইসলামী সমাজের আমীর সাহেবের খোলা চিঠি দেশের বিভিন্ন অঞ্চলে বিতরণ করা হবে ইনশাআল্লাহ।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ইসলামী সমাজের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সর্ব

জনাব- মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, মুহাম্মাদ ইয়াছিন, আমীর হোসাইন, মোঃ আজমুল হক, মোঃ সেলিম মোল্লা,

হাফিজুর রহমান, মোঃ হুমায়ূন কবীর, আবু শামাহ্, আবু জাফর মোহাম্মাদ সালেহ এবং সাবেক সেনা সদস্য ফয়সাল আহমেদ প্রমুখ।

উপরে যান