www.islamisomaj.com islamisomaj, islami somaj, ইসলামী সমাজ, ইসলামী সমাজ অফিসিয়াল ওয়েব সাইট, আমীর ইসলামী সমাজ, দাওয়াতী সংঘঠন, ইসলাম, islamisomaj.com
Home » নিয়মিত পোষ্ট » ইসলামের দৃষ্টিতে গণতন্ত্রসহ সকল মানব রচিত মতবাদ কুফরী ও শিরকী ব্যবস্থা। আমীর, ইসলামী সমাজ।

ইসলামের দৃষ্টিতে গণতন্ত্রসহ সকল মানব রচিত মতবাদ কুফরী ও শিরকী ব্যবস্থা। আমীর, ইসলামী সমাজ।

islamisomaj, islami somaj, ইসলামী সমাজ, ইসলামী সমাজ অফিসিয়াল ওয়েব সাইট, আমীর ইসলামী সমাজ, দাওয়াতী সংঘঠন, ইসলাম, islamisomaj.com

ইসলামের দৃষ্টিতে গণতন্ত্রসহ সকল মানব রচিত মতবাদ কুফরী ও শিরকী ব্যবস্থা। আমীর, ইসলামী সমাজ।

ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন

ব্যবস্থা ইসলামের মূল বিষয়- মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনাসহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন-বিধান ও

নিরংকুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়, ফলে আনুগত্য একমাত্র আল্লাহর আইন-বিধানের এবং এরই বাস্তবয়নে শর্তহীন

অনুসরণ ও অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ (সাঃ) এর, অন্য কারো নয়।

কিন্তু গণতন্ত্রসহ সকল মানব রচিত ব্যবস্থায় সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় সার্বভৌমত্ব, আইন-বিধান ও কর্তৃত্ব মানুষের

মেনে আনুগত্য করা হয় মানুষের মনগড়া আইন-বিধানের এবং অনুসরণ ও অনুকরণ করা হয় মানুষের মনগড়া আইনের

ভিত্তিতে নেতৃত্বদানকারী নেতা বা সরকারের আর এসবই আল্লাহর সাথে কুফর ও শিরক বিধায়; ইসলামের দৃষ্টিতে গণতন্ত্রসহ সকল মানব রচিত মতবাদ কুফরী ও শিরকী ব্যবস্থা।

তিনি বলেন, মানুষ তাদের দুনিয়ার জীবন তথা সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনা করার জন্য যেসকল ব্যবস্থা রচনা করে তা

মূলতঃ জ্ঞানের পরিবর্তে আন্দাজ-অনুমানের ভিত্তিতে রচিত বিধায়; আল্লাহ্ রাব্বুল আলামীন এসব ব্যবস্থাকে জাহিলিয়্যাত

বলেছেন, যা মেনে চললে দুনিয়ার জীবনে অকল্যাণ অশান্তি এবং আখিরাতের জীবনে চিরস্থায়ী ঠিকানা হবে নিশ্চিত জাহান্নাম।

মানব রচিত যত ব্যবস্থা আছে তার মধ্যে গণতন্ত্র সবচেয়ে বড় জাহিলিয়্যাত একথার উল্লেখ করে তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশসহ বিশে^র অধিকাংশ রাষ্ট্রে প্রতিষ্ঠিত আছে মানব রচিত ব্যবস্থা গণতন্ত্র।

গণতন্ত্রের মূল কথাই হলো জনগণ সার্বভৌমত্বের মালিক, যা মহান রাব্বুল আলামীনের সাথে কুফর এবং শিরক।

গণতন্ত্রের নির্বাচন মানুষের সার্বভৌমত্বের অধিনে অনুষ্ঠিত হয় বিধায়; গণতান্ত্রিক সকল নির্বাচন কুফর এবং শিরক।

তিনি বলেন, মানব রচিত ব্যবস্থা মেনে চলার মাধ্যমে কুফর এবং শিরক করার কারণে মানুষের জীবনে বিশ^ব্যাপী বিভিন্ন রকম

আযাব-গজব চলছে। বিশেষ করে বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকার এবং বিরোধীধের মধ্যে

সংঘাত-সংঘর্ষ চলছে, যা মূলতঃ আল্লাহর আযাব-গজবেরই অংশ।

ইসলামী সমাজ’ এর কেন্দ্রীয় নেতা, জনাব আসাদুজ্জামান বুলবুলের সঞ্চালনায় আজ ৩০ ডিসেম্বর ২০২৩ ইং (শনিবার) বিকাল

৩ ঘটিকায় “ইসলামের দৃষ্টিতে মানব রচিত ব্যবস্থা এবং গণতান্ত্রিক নির্বাচন!” বিষয়ে রাজধানীর বাংলাদেশ ফটো জার্নালিস্ট

এসোসিয়েশ মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ আলোচনা সভায় ইসলামী সমাজের আমীর বলেন, দেশ স্বাধীনের ৫২ বছরে ইসলামের

পরিবর্তে মানব রচিত ব্যবস্থা গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকায় বিভিন্ন সময়ে ক্ষমতাসীনরা এবং তাদেরই মদদপুষ্ট ব্যবসায়ীরা সিন্ডিকেটের

মাধ্যমে সাধারণ জনগণকে শোষন করে অর্থ-সম্পদের পাহাড় গড়েছেন।

বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ প্রয়োজনীয় জিনিস ক্রয় করার ক্ষমতা হারিয়ে দিশেহারা। তিনি বলেন, দেশে

রাজনীতির নামে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে এবং মানুষের জীবনে নৈরাজ্য চলছে। এ অবস্থা থেকে বাঁচতে হলে সকল

ধর্মের লোকদের জন্য যার যার ধর্ম পালনের সুযোগ রেখে আল্লাহর নির্দেশিত এবং তাঁরই রাসূল হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রদর্শিত

পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনায় গণতন্ত্র তথা মানব রচিত ব্যবস্থার মূলোৎপাটন করে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে।

ইসলামী সমাজ আল্লাহর নির্দেশিত এবং তাঁরই রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে ইসলাম

প্রতিষ্ঠার চূড়ান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। দল, মত নির্বিশেষে সকলকে তিনি ইসলামী সমাজে শামিল হয়ে ইসলাম প্রতিষ্ঠার ঈমানী

, নৈতিক ও মানবিক দায়িত্ব পালনের আহবান জানান।

আলোচনা সভায় আরো আলোচনা করেন- ইসলামী সমাজের কেন্দ্রীয় দায়িত্বশীল, সর্ব জনাব মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা,

মুহাম্মাদ ইয়াছিন, মোঃ নুরুদ্দিন, মোহাম্মদ আলী জিন্নাহ, মোঃ সেলিম মোল্লা এবং ‘ইসলামী সমাজ’ ঢাকা মহানগর দক্ষিণের

সহকারী দায়িত্বশীল আবু জাফর মোহাম্মদ সালেহ প্রমুখ।

উপরে যান