www.islamisomaj.com islamisomaj, islami somaj, ইসলামী সমাজ, ইসলামী সমাজ অফিসিয়াল ওয়েব সাইট, আমীর ইসলামী সমাজ, দাওয়াতী সংঘঠন, ইসলাম, islamisomaj.com
Home » নিয়মিত পোষ্ট » আগামী ১০ অক্টোবর থেকে ১২দিনব্যাপী রাজধানীতে ইসলামী সমাজের মসজিদ ভিত্তিক পথসভা।

আগামী ১০ অক্টোবর থেকে ১২দিনব্যাপী রাজধানীতে ইসলামী সমাজের মসজিদ ভিত্তিক পথসভা।

islamisomaj, islami somaj, ইসলামী সমাজ, ইসলামী সমাজ অফিসিয়াল ওয়েব সাইট, আমীর ইসলামী সমাজ, দাওয়াতী সংঘঠন, ইসলাম, islamisomaj.com

সকল প্রকার দুর্নীতি, সন্ত্রাস, উগ্রতা ও জঙ্গীতৎপরতা মূলোৎপাটনে এবং সংঘাত ও সংঘর্ষ থেকে জাতির মানুষকে মুক্ত করার লক্ষ্যে সমাজ ও রাষ্ট্রে আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে ইসলামের আইন-বিধান প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য গঠনে ‘ইসলামী সমাজ’ গত ২৭সেপ্টেম্বর ২০২৩ইং জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত আলোচনা সভায় অক্টোবর ২০২৩ ইং মাসব্যাপী শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে। উক্ত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১০অক্টোবর থেকে ২১ অক্টোবর ২০২৩ইং পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় মসজিদ ভিত্তিক ১২টি সংক্ষিপ্ত পথসভা, বুকলেট ও খোলা চিঠি বিতরণ করা হবে ইনশাআল্লাহ।

প্রতিদিন বাদ আছর মসজিদ ভিত্তিক সংক্ষিপ্ত পথসভার স্থানসমূহ:

১০ অক্টোবর (মঙ্গলবার) চকবাজার থানাধীন চকবাজার শাহী জামে মসজিদের সামনে।
১১ অক্টোবর (বুধবার) উত্তরা পশ্চিম থানাধীন খালপাড় ১২নং সেক্টর বাইতুল মা’মুর জামে মসজিদের সামনে।
১২ অক্টোবর (বৃহস্পতিবার) মোহাম্মদপুর থানাধীন আল্লাহ্ করীম জামে মসজিদের সামনে।

১৩ অক্টোবর (শুক্রবার) যাত্রাবাড়ী থানাধীন আইডিয়াল স্কুল সংলগ্ন বায়তুন নূর জামে মসজিদের সামনে।

১৪ অক্টোবর (শনিবার) পল্টন মডেল থানাধীন বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এর উত্তর গেইট।

১৫ অক্টোবর (রবিবার) পল্লবী থানাধীন দারুর রাশাদ মাদ্রাসা সংলগ্ন বাইতুল আজমত জামে মসজিদের সামনে।

১৬ অক্টোবর (সোমবার) কোতোয়ালী থানাধীন জিন্দাবাহার জামে মসজিদ সংলগ্ন পার্ক।

১৭ অক্টোবর (মঙ্গলবার) তেজগাঁও থানাধীন কাওরান বাজার আম্বর শাহ্ জামে মসজিদের সামনে।

১৮ অক্টোবর (বুধবার) মিরপুর মডেল থানাধীন মিরপুর১ কলওয়ালাপাড়া জামে মসজিদের সামনে।
১৯ অক্টোবর (বৃহস্পতিবার) খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে।

২০ অক্টোবর (শুক্রবার) বাড্ডা থানাধীন মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট জামে মসজিদের সামনে।

২১ অক্টোবর (শনিবার) তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন রহিম মেটাল জামে মসজিদের সামনে।

উক্ত মসজিদ ভিত্তিক পথসভায় দেশ ও জাতির সকল মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন- আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তাঁরই আইন-বিধানের প্রতিনিধিত্বকারী নেতা, ‘ইসলামী সমাজ’ এর সম্মানিত আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর।
উক্ত পথসভায় দলমত নির্বিশেষে সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।

উপরে যান