www.islamisomaj.com islamisomaj, islami somaj, ইসলামী সমাজ, ইসলামী সমাজ অফিসিয়াল ওয়েব সাইট, আমীর ইসলামী সমাজ, দাওয়াতী সংঘঠন, ইসলাম, islamisomaj.com
সর্বশেষ:
Home » নিয়মিত পোষ্ট » সংঘাত ও সংঘর্ষের পথ গণতন্ত্র ত্যাগ করুন- আমীর, ইসলামী সমাজ।

সংঘাত ও সংঘর্ষের পথ গণতন্ত্র ত্যাগ করুন- আমীর, ইসলামী সমাজ।

islamisomaj, islami somaj, ইসলামী সমাজ, ইসলামী সমাজ অফিসিয়াল ওয়েব সাইট, আমীর ইসলামী সমাজ, দাওয়াতী সংঘঠন, ইসলাম, islamisomaj.com

সংঘাত ও সংঘর্ষের পথ গণতন্ত্র ত্যাগ করুন- আমীর, ইসলামী সমাজ।

ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, আমাদের প্রিয় বাংলাদেশের মানুষ গণতন্ত্রের অধীনে আসন্ন

দ্বাদস জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভয়াবহ সংঘাত ও সংঘর্ষের মুখামুখী।

সরকার এবং সরকার বিরোধীদের মধ্যে দিন দিন সংঘাত ও সংঘর্ষের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে জাতীয় জীবনে চরম অস্থিরতা

বিরাজ করছে এবং মানুষের জান-মালের ক্ষতি হচ্ছে।

সংঘাত ও সংঘর্ষ কারো জন্যই কল্যাণকর ও সুখকর নয় বিধায়; দেশ ও জাতির মানুষকে সংঘাত ও সংঘর্ষের পথে চলতে দেয়া

যায় না- একথার উল্লেখ করে তিনি বলেন, সংঘাত ও সংঘর্ষসহ সকল প্রকার দুর্নীতি, সন্ত্রাস ও মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে

ইসলামী সমাজ এর দৃঢ় অবস্থান।

‘ইসলামী সমাজ’ ঢাকা মহানগরের দায়িত্বশীল, মুহাম্মাদ ইয়াছিনের সঞ্চালনায় “সংঘাত ও সংঘর্ষ থেকে জাতির মানুষকে রক্ষার

উপায়” বিষয়ে আজ ১৩ আগস্ট, রবিবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ আলোচনা

সভায় সরকারি জোট ও সরকার বিরোধী জোটকে উদ্দেশ্য করে সংগঠনের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেন, আপনারা

সংঘাত ও সংঘর্ষের পথ গণতন্ত্র ত্যাগ করুন। এদেশে আর গণতন্ত্রের নির্বাচনের দরকার নেই। এসময় তিনি সকলকে উদ্দেশ্য

করে বলেন, দলাদলি বাদ দিয়ে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে ঐক্যবদ্ধ হোন। তিনি

বলেন, সকল ধর্মের লোকদের জন্য যার যার ধর্ম পালনের সুযোগ রেখে আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত

পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন-বিধান প্রতিষ্ঠিত হলেই মানুষের মাঝে সংঘাত ও সংঘর্ষময় অবস্থার অবসান ঘটবে

এবং তাদের সকল অধিকার আদায় ও সংরক্ষণ হবে, ফলে সমাজ ও রাষ্ট্র মানুষের জন্য কল্যাণকর হবে। তিনি আরো বলেন,

‘ইসলামী সমাজ’ আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে শান্তপূর্ণ কর্মসূচির মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে ইসলাম

প্রতিষ্ঠার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে। শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৬ আগস্ট বিকাল ৩ঘটিকায় জাতীয় মসজিদ

বায়তুল মোকাররমের উত্তর গেইটে এবং একই সময়ে ২৭ আগস্ট মিরপুর ১নং ঈদগাহ্ মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হবে

ইনশাআল্লাহ্। দল-মত নির্বিশেষে সকলকে তিনি ইসলামী সমাজে শামিল হয়ে ইসলাম প্রতিষ্ঠায় ঈমানী, নৈতিক ও মানবিক

দায়িত্ব পালনের এবং ‘ইসলামী সমাজ’ ঘাষিত গণসমাবেশ সমূহকে সফল করার জন্য সরকার, প্রশাসন ও সাংবাদিক মহলসহ দেশবাসী সকলকে সহযোগীতা করার আহবান জানান।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জনাব- আবু জাফর মুহাম্মাদ ইকবাল, মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, সোলায়মান কবীর,

মুহাম্মাদ আমীর হোসাইন, মোঃ নুরুদ্দিন, মোঃ আজমুল হক, আসাদুজ্জামান, মোঃ সোহেল ও মিনহাজ উদ্দিন।

 

উপরে যান