www.islamisomaj.com islamisomaj, islami somaj, ইসলামী সমাজ, ইসলামী সমাজ অফিসিয়াল ওয়েব সাইট, আমীর ইসলামী সমাজ, দাওয়াতী সংঘঠন, ইসলাম, islamisomaj.com
সর্বশেষ:
Home » মূলনীতি

মূলনীতি

আল্লাহু আকবার- সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর।
রাব্বুনাল্লাহ-  আল্লাহ’ই আমাদের একমাত্র রব্ব- (সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, আইন-বিধানদাতা ও নিরংকুশ শাসন কর্তা অন্য কেই নয়)।
আশহাদু আল্লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
আমি সাক্ষ্য দিচ্ছি; নেই কোন ইলাহ-দাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনা পাওয়ার অধিকারী সত্তা একমাত্র আল্লাহ ছাড়া এবং শর্থহীন আনুগত্য (অনুসরণ ও অনুকরণ) পাওয়ার অধিকারী একমাত্র নেতা হযরত মুহাম্মাদ (সাঃ) অন্য কেউ নয়।
মানুষের নয়! সার্বভৌমত্ব, আইন-বিধান ও নিরংকুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, এটাই মহাসত্য । ফলে- দাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয় এবং এরই বাস্তবায়নে শর্তহীন আনুগত্য (অনুসরণ ও অনুকরণ) একমাত্র হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অন্য কারো নয়।

উপরুক্ত মৌলিক নীতিমালার ভিত্তিতে আল্লাহর মনোনীত আমীরের নেতৃত্বে গঠিত এবং পরিচালিত সমাজ’ই ইসলামী সমাজ।

উপরে যান