www.islamisomaj.com islamisomaj, islami somaj, ইসলামী সমাজ, ইসলামী সমাজ অফিসিয়াল ওয়েব সাইট, আমীর ইসলামী সমাজ, দাওয়াতী সংঘঠন, ইসলাম, islamisomaj.com
সর্বশেষ:
Home » নিয়মিত পোষ্ট » “সঠিক ও সুস্থ রাজনীতি না থাকার কারণেই দেশ ও জাতির মানুষের জীবনে প্রতিহিংষার আগুন জ্বলছে” আমীর, ইসলামী সমাজ।

“সঠিক ও সুস্থ রাজনীতি না থাকার কারণেই দেশ ও জাতির মানুষের জীবনে প্রতিহিংষার আগুন জ্বলছে” আমীর, ইসলামী সমাজ।

islamisomaj, islami somaj, ইসলামী সমাজ, ইসলামী সমাজ অফিসিয়াল ওয়েব সাইট, আমীর ইসলামী সমাজ, দাওয়াতী সংঘঠন, ইসলাম, islamisomaj.com

সঠিক ও সুস্থ রাজনীতি না থাকার কারণেই দেশ ও জাতির মানুষের জীবনে প্রতিহিংষার আগুন জ্বলছে আমীর, ইসলামী সমাজ।

আজ ২৬ আগস্ট, শনিবার বিকাল ৩ ঘটিকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে ‘ইসলামী সমাজ’ ঢাকা

মহানগর দক্ষিণের দায়িত্বশীল, জনাব মুহাম্মাদ সোহেল এর সভাপতিত্বে ‘ইসলামী সমাজ’ ময়মনসিংহ বিভাগের দায়িত্বশীল,

জনাব সোলায়মান কবীরের সঞ্চালনায় “দেশ ও জাতীয় জীবনে চলমান নাজুক পরিস্থিতি থেকে বাঁচার উপায়” বিষয়ে অনুষ্ঠিত

গণসমাবেশে “ইসলামী সমাজ” এর আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, দেশ স্বাধীনের ৫২ বছরে বিভিন্ন সময়ে যারাই

রাষ্ট্রীয় শাসন ক্ষমতায় ছিলেন এবং বর্তমানেও যারা ক্ষমতায় আছেন তারা সকলেই রাজনীতির নামে দুর্নীতির রাজত্ব প্রতিষ্ঠা

করেছেন। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে প্রশাসনকে নিজেদের মত করে কাজে লাগিয়ে লুট-পাট করে অবৈধ সম্পদের

পাহাড় গড়েছেন। বিভিন্ন সময়ে ক্ষমতাসীনরা সাধারণ জনগণকে শোষন করে তাদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত

রেখেছেন এবং মুষ্টিমেয় লোকদের ভোগ-বিলাস করার সুযোগ দিয়ে মানবাধিকারের জায়গায় মারাত্মক বৈষম্য সৃষ্টি করেছেন।

শাসনের নামে তারা সাধারণ মানুষকে শোষন করেছেন। তিনি বলেন, গণতন্ত্রের দোহাই দিয়ে দেশ ও জাতির মানুষ বিভিন্ন দলে-

উপদলে বিভক্ত হয়ে সংঘাত ও সংঘর্ষের পথে হাঠছে। গণতন্ত্রের অধীনে আসন্ন দ্বাদস জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে

সরকারি জোট এবং সরকার বিরোধী জোট ভয়াবহ সংঘাত ও সংঘর্ষের মুখোমুখী অবস্থান করছে। দেশের রাজনৈতিক অঙ্গনে

চরম অস্থিরতা বিরাজ করছে, যার সমাধান না হলে জাতীয় জীবনে মারাত্মক মানবিক বিপর্যয় দেখা দিবে। সঠিক ও সুস্থ্য

রাজনীতি না থাকার কারণে দেশ ও জাতির মানুষের জীবনে প্রতিহিংষার আগুন জ্বলছে, মানবতা ও মনুষ্যত্বের চরম অবনতি

ঘটছে এবং দেশ ও জাতির মানুষ ক্রমে ক্রমে ধ্বংষের দিকে এগিয়ে যাচ্ছে- একথার উল্লেখ করে তিনি আরো বলেন, সকল ধর্মের

লোকদের জন্য যার যার ধর্ম পালনের সুযোগ রেখে আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে

ইসলামের আইন-বিধান প্রতিষ্ঠিত হলেই মানুষের মাঝে সংঘাত ও সংঘর্ষময় অবস্থার অবসান ঘটবে এবং তাদের সকল অধিকার

আদায় ও সংরক্ষণ হবে, ফলে সমাজ ও রাষ্ট্র মানুষের জন্য কল্যাণকর হবে। তিনি আরো বলেন, ‘ইসলামী সমাজ’ আল্লাহর রাসূল

হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে চেষ্টা চালিয়ে

যাচ্ছে। দল-মত নির্বিশেষে সকলকে তিনি ইসলামী সমাজে শামিল হয়ে ইসলাম প্রতিষ্ঠায় ঈমানী, নৈতিক ও মানবিক দায়িত্ব

পালনের আহবান জানান।
গণসমাবেশে আরো বক্তব্য রাখেন, ইসলামী সমাজ ঢাকা বিভাগীয় অঞ্চল ২এর দায়িত্বশীল জনাব- মুহাম্মাদ ইয়াছিন, এবং ৩এর

দায়িত্বশীল জনাব সেলিম মোল্লা, সিলেট বিভাগের দায়িত্বশীল জনাব মোহাম্মদ নূরুদ্দিন, বরিশাল বিভাগের দায়িত্বশীল জনা

ব আবু বকর সিদ্দিক এবং ঢাকা মাহানগর দক্ষিণের সহকারী দায়িত্বশীল জনাব আবু জাফর মোহাম্মাদ সালেহ, প্রমুখ।

উপরে যান