www.islamisomaj.com islamisomaj, islami somaj, ইসলামী সমাজ, ইসলামী সমাজ অফিসিয়াল ওয়েব সাইট, আমীর ইসলামী সমাজ, দাওয়াতী সংঘঠন, ইসলাম, islamisomaj.com
সর্বশেষ:
Home » নিয়মিত পোষ্ট » “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ” এর সম্মানিত রাষ্ট্রপতি মহোদয়কে ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান।

“গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ” এর সম্মানিত রাষ্ট্রপতি মহোদয়কে ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান।

islamisomaj, islami somaj, ইসলামী সমাজ, ইসলামী সমাজ অফিসিয়াল ওয়েব সাইট, আমীর ইসলামী সমাজ, দাওয়াতী সংঘঠন, ইসলাম, islamisomaj.com

ইসলামী সমাজ” এর আমীর হজরত সৈয়দ হুমায়ূন বলেছেনবর্তমানে বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি রাষ্ট্রে মানুষের সার্বভৌমত্ব এবং মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকায় মানুষ সুশাসন ও ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়ে দূর্ভোগ ও অশান্তিতে কাল কাটাচ্ছে।

তিনি বলেনগণতন্ত্র ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বাংলাদেশের মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে এবং গণতন্ত্রের অধীনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে সরকার এবং সরকার বিরোধীরা ভয়াবহ সংঘাত ও সংঘর্ষের মুখোমুখী অবস্থান করছেযার কারণে জাতীয় জীবনে চরম অশান্তি বিরাজ করছে।

অশান্তি থেকে রক্ষা পেয়ে শান্তি লাভ করতে হলে সমাজ ও রাষ্ট্রে আল্লাহর রাসুল হাযরত মুহাম্মদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নেই। তিনি বলেনপণতন্ত্রের নির্বাচনে অংশগ্রহনসশস্ত্র লড়াই, সেনা ক্যু এবং গণআন্দোলন- এসবের কোনটাই ইসলাম প্রতিষ্ঠায় আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতি নয়।

এসবকে চরম বিভ্রান্তি ও ইসলাম বিরোধী অপতৎপরতা উল্লেখ করে তিনি আরও বলেন, আল্লাহর রাসূল হযরত মহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হলেই সকল ধর্মের লোকেরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারবে এবং দুর্নীতিসন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল হবে।

ইসলাম প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য গঠনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সম্মানিত রাষ্ট্রপতি মহোদয়কে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহনের জন্য তিনি আহবান জানান এবং ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতা সোলায়মান করীরের নেতৃত্বে

১২ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল ইসলামী সমাজের আমীর সাহেবের লিখিত চিঠিটি সম্মানিত রাষ্ট্রপতি মহোদয়কে প্রদানের লক্ষ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব গেইট থেকে গতকাল ২৬ নভেম্বর ২০২৩ ইং; (রবিবার) সকাল ১১টায়,

বঙ্গভবন অভিমূখে এগিয়ে চলা অবস্থায় পল্টন থানা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রপতি মহোদয়কে চিঠিটি পৌঁছে দেওয়ার দায়িত্ব নেওয়ার প্রেক্ষিতে প্রতিনিধি দলের নেতা, সোলায়মান কবীর প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তার নিকট চিঠি হস্তান্তর করেন। চিঠির অবিকল কপি সংযুক্ত করা হলো।

প্রতিনিধি টিমে অন্যরা যারা ছিলেন- বিভাগীয় দায়িত্বশীল, সর্বজনাব মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, মুহাম্মাদ ইয়াছিন, আমীর হোসাইনমোঃ নূরুদ্দীন, মুহাম্মাদ আলী জিন্নাহ, মোহাম্মাদ আবুবকর সিদ্দিক, সেলিম মোল্লা, আসাদুজ্জামান বুলবুলআজমূল হকসাইফুল ইসলাম ও সাথে ছিল মিডিয়া দায়িত্বশীল সোহাগ আহমেদ 

 

উপরে যান