www.islamisomaj.com islamisomaj, islami somaj, ইসলামী সমাজ, ইসলামী সমাজ অফিসিয়াল ওয়েব সাইট, আমীর ইসলামী সমাজ, দাওয়াতী সংঘঠন, ইসলাম, islamisomaj.com
সর্বশেষ:
Home » কর্মনীতি

কর্মনীতি

ইসলামী সমাজ-এর কর্মনীতি: আল্লাহ প্রদত্ত্ব কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম’এর কর্মনীতি আপোষহীন। আলকুরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামীন ঈমান ও ইসলাম’এর দাওয়াত কবুলকারীদের জন্য আপোষহীন কর্মনীতি ঠিক করে দিয়েছেন। মানব রচিত ব্যবস্থার অনুসারীদের সাথে আল্লাহ প্রদত্ত্ব নীতির প্রশ্নে কোনো আপোষ নেই। সমাজ ও রাষ্ট্র পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব, আইন-বিধান ও কর্তৃত্বের নিকট জীবন ও অর্থ সম্পদ চলে গেলেও নতি স্বীকার করা যাবেনা এবং কোনো অবস্থাতেই মানব রচিত ব্যবস্থা ও এর ধারক-বাহক নেতৃত্বের আনুগত্য স্বীকার করা চলবে না। এটাই ইসলাম’এর কর্মনীতি ইসলাম’এর কর্মনীতিই ইসলামী সমাজ-এর কর্মনীতি।

উপরে যান