www.islamisomaj.com islamisomaj, islami somaj, ইসলামী সমাজ, ইসলামী সমাজ অফিসিয়াল ওয়েব সাইট, আমীর ইসলামী সমাজ, দাওয়াতী সংঘঠন, ইসলাম, islamisomaj.com
সর্বশেষ:
Home » নিয়মিত পোষ্ট » কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে ইসলামী সমাজ এর মানবাধিকার সমাবেশ সু-সম্পন্ন।

কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে ইসলামী সমাজ এর মানবাধিকার সমাবেশ সু-সম্পন্ন।

‘ইসলামী সমাজ’ এর আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, মানুষের গোলামীর শৃঙ্খল থেকে মুক্ত হয়ে মানুষ সৃষ্টিকর্তা আল্লাহর গোলাম হতে পারলেই মূলতঃ স্বাধীনতা অর্জিত হবে।

মানব রচিত ব্যবস্থার অধীনে বন্দি হয়ে বিশ্বের মানুষ মানুষের গোলামে পরিণত হয়ে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে আছে। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অধীনে বন্দি হয়ে মানুষের গোলামী করছে।

দেশ ও জাতির মানুষ স্বাধীনতা অর্জন করতে পারেনি। সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় দেশ ও জাতির মানুষ আল্লাহর পরিবর্তে মানুষের গোলামী করার কারণে বহুবিধ সমস্যায় জড়িয়ে অশান্তির আগুনে জ্বলছে।

তিনি বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিলুপ্ত এবং সমাজ ও রাষ্ট্রে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলেই মানুষ মানুষের গোলামী থেকে মুক্ত হবে।

‘ইসলামী সমাজ’ খুলনা বিভাগীয় অঞ্চল-২ এর দায়িত্বশীল জনাব আসাদুজ্জামান বুলবুল এর সভাপতিত্বে এবং খুলনা বিভাগীয় অঞ্চল-১ এর সহকারী দায়িত্বশীল আবু শামাহ’র সঞ্চালনায় আজ ১৯ সেপ্টেম্বর ২০২৪ইং, বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে ‘ইসলামী সমাজ’ এর উদ্যোগে- “দুর্নীতি ও বৈষম্য মুক্ত কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠনের উপায়” বিষয়ে মানবাধিকার সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ইসলামী সমাজের আমীর বলেন, দেশ ও জাতির মানুষ ভয়াবহ বিপর্যয় থেকে শিক্ষা গ্রহণ করেনি এবং আযাব-গজবের পথ মানব রচিত ব্যবস্থা গণতন্ত্র ত্যাগ না করে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আযাব-গজবের পথেই চলছে।

আযাব-গজবের পথ গণতন্ত্র ত্যাগ করে রহমতের পথ ইসলাম গ্রহণ না করলে এবং গণতন্ত্রের পথে চলতে থাকলে আবারো ভয়াবহ বিপর্যয়ের মাধ্যমে জাতি ধ্বংস হয়ে যাবে।

মানব রচিত ব্যবস্থা থেকে মুক্ত না হলে প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে না একথার উল্লেখ করে তিনি বলেন, প্রকৃত স্বাধীনতা অর্জনের লক্ষ্যে গণতন্ত্র ত্যাগ করে গণতন্ত্রসহ সকল মানব রচিত ব্যবস্থার বিরুদ্ধে সকলকে দৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে।

সকল ধর্মের লোকদের জন্য যার যার ধর্ম পালনের সুযোগ রেখে সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন-বিধান আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে প্রতিষ্ঠা করতে হবে।

ইসলাম প্রতিষ্ঠিত হলেই “দুর্নীতি ও বৈষম্য মুক্ত কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠন হবে, সকলের সকল অধিকার আদায় এবং সংরক্ষণ হবে।

এ লক্ষ্যে ‘ইসলামী সমাজ’ গণতন্ত্রসহ সকল প্রকার মানব রচিত ব্যবস্থার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেই আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন-বিধান প্রতিষ্ঠার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সকল মানুষের সার্বিক কল্যাণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাগণ এবং দেশবাসী ছাত্র-জনতা সকলকে তিনি গণতন্ত্র ত্যাগ করে ইসলামের আইন-বিধান প্রতিষ্ঠার প্রচেষ্টায় শামিল হওয়ার আন্তরিক আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় দায়িত্বশীল- জনাব মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, সোলায়মান কবীর, মো: নুরুদ্দিন, মুহাম্মাদ আলী জিন্নাহ্, সৈয়দ মুহাম্মাদ কবীর এবং জেলা দায়িত্বশীল জনাব আনসার আলম ও আলমগীর কবীর বাবু প্রমুখ।

উপরে যান