www.islamisomaj.com islamisomaj, islami somaj, ইসলামী সমাজ, ইসলামী সমাজ অফিসিয়াল ওয়েব সাইট, আমীর ইসলামী সমাজ, দাওয়াতী সংঘঠন, ইসলাম, islamisomaj.com
সর্বশেষ:
Home » নিয়মিত পোষ্ট » আগামী ২৪ আগস্ট, শনিবার বায়তুল মোকাররমের উত্তর গেইটে ইসলামী সমাজ এর মানবাধিকার সমাবেশ।

আগামী ২৪ আগস্ট, শনিবার বায়তুল মোকাররমের উত্তর গেইটে ইসলামী সমাজ এর মানবাধিকার সমাবেশ।

ইসলামী সমাজ মানবাধিকার সমাবেশ।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!

সম্মানিত দেশবাসী

আগামী ২৪ আগস্ট ২০২৪ ঈসায়ী, (শনিবার), বাদ আছর, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এর উত্তর গেইটে ‘ইসলামী সমাজ’ এর উদ্যোগে- “কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠনের উপায়” বিষয়ে মানবাধিকার সমাবেশ এর আয়োজন করা হয়েছে। উক্ত সমাবেশে দেশ ও জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন- আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তাঁরই আইন-বিধানের প্রতিনিধিত্বকারী নেতা, ইসলামী সমাজের সম্মানিত আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর সাহেব।

উক্ত #মানবাধিকার_সমাবেশে দলমত নির্বিশেষে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহবান করছি।

#বিঃ_দ্রঃ
ইসলামী সমাজের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে উক্ত “সমাবেশে” উপস্থাপিত বক্তব্য সরাসরী সম্প্রচার করা হবে, ইনশাআল্লাহ্।
ইসলামী সমাজের সকল সদস্য ও সদস্যা ভাই, বোন, শুভাকাঙ্খীসহ দেশবাসী সকলকে যথাসময়ে উক্ত লাইভে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে আহবান করা হলো।

islami somaj Manobadhikar somabesh

উপরে যান